ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌর এলাকা থেকে ১৮০ বস্তায় থাকা ৯০০ কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মার্চ) দিকে ছাগলনাইয়া পৌর এলাকার চৌধুরী রাস্তার সামনে থেকে ট্রাকসহ চিনি জব্দ করা হয়। রোববার (১০ মার্চ) এটি নিশ্চিত করেন ফেনীর-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো.বদরুদ্দোজা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ফেনীর-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো.বদরুদ্দোজা বলেন, অভিযানে বিজিবি ট্রাকটি জব্দ করে। পরে ট্রাকে থাকা ১৮০ বস্তায় ৯০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।