ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ নাবিককে নিরাপদে রেখেই জাহাজ উদ্ধারে সার্বিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের হাতে জিম্মি ২৩ জন নাবিকের জীবন রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা আমাদের প্রথম কাজ। আমরা সেটাই করার চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাও কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণেই আছে জাহাজটি। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন অবধি আমাদের নাবিকরা নিরাপদে আছে। পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা সাথে সাথেই জানাবো।