কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এনটিআরসি পরীক্ষা নেয়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন কয়েকশত পরীক্ষার্থী। পরীক্ষা শেষে ভুক্তভোগী পরীক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কক্ষের সামনে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদ জানান।
পরীক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত সাধারণ স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রশ্ন বিতরণ করা হয় কারিগরি/ এবতেদায়ি বিভাগের প্রশ্ন। বিষয়টি পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিলিকৃত ভুল প্রশ্নপত্রে পরীক্ষা চালিয়ে যান। এতে বিষয় ভিত্তিক পার্থক্য থাকার কারণে বিভ্রান্তিতে পড়ে যায় পরীক্ষার্থীরা।
এ বিষয়ে কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষ রাজিয়া সুলতানা জানান, বিষয়টি দেখার জন্য তিনি ম্যাজিস্ট্রেট কে জানিয়েছেন।
ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম উপস্থিত হয়ে বলেন, বিষয়টি এনটিআরসি কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।