পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়েছেন নওগাঁর তৃতীয় লিঙ্গের সদস্যরা।
সোমবার (২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ জন তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেলসহ মোট আটটি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেন জেলা প্রশাসক গোলাম মওলা।
জেলা প্রশাসকের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য নিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের সদস্যরা।
জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অন্যান্যদের মতো তাদেরও অধিকার আছে, কিছু চাওয়ার ও পাওয়ার। তাই, আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পবিত্র রমজান মাস উপলক্ষে ৩৪ জন তৃতীয় লিঙ্গের মধ্যে একটু খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, তাদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় তিনি অসহায় ও দরিদ্রদের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।