ফিশিং বোটে বিস্ফোরণে আগুন, দগ্ধ ৪ জনকে চমেকে ভর্তি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-03-28 16:45:39

 

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক ভর্তি দগ্ধ চারজন হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দগ্ধ জামাল উদ্দিনের বন্ধু স্বদেশ গুহ বার্তা২৪.কমকে বলেন, ইঞ্জিন চালু করার সময় বিস্ফোরণ হয়েছে শুনেছি। আনুমানিক সকাল ১০ থেকে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন একটু দূরে ছিলাম। খবর ‍শুনে ঘটনাস্থল থেকে জামালকে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসি। এরপর আরও ৩ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। জামাল আমার বন্ধু। সে একজন মেকানিক। বোটের মধ্যে ইঞ্জিনের কাজ করছিল। তার মাথার চুল আর হাত পুড়ে গেছে। এখনো মোটামুটি কথা বলছে। বাকিরা মনে হয়, বোটের কর্মচারী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশিক জানান, বিস্ফোরণে আগুনে দগ্ধ চারজনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়। 

এর আগে কোস্টগার্ড জানায়, দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গররত ফিশিং বোটে আগুনের খবর পেয়ে তাদের জাহাজ 'প্রমত্ত' আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সম্পর্কিত আরও খবর