হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী জিহাদী (৫২) নামের সুন্নি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার উদয়ন এলাকায় রেল ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উদয়ন এলাকার বাসিন্দা এবং বাগুনিপাড়া গ্রামের মৃত সিদ্দিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শফিকুল ইসলাম রেললাইন দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মীর সাব্বির আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের ভাতিজা ওয়ার্ড মেম্বার মকছুদ আলী বলেন, তিনি সুন্নি জামাতের নেতা ছিলেন। তার জীবদ্দশায় সুন্নিয়তের আন্দোলন সংগ্রামে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন।