বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হাওলাদার (৮৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত দুলাল ওই গ্রামের মৃত গওহর হাওলাদারের ছেলে।
সোমবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে বাথরুমে ঢোকার সময় ঘরের টিনের সাথে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধ দুলাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ঘরে বিদ্যুৎ সংযোগ থাকায় বৈদ্যুতিক তার টিনের ঘষায় ছিদ্র হয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়।
বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।