ডেমরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-04-01 21:58:25

রাজধানীর ডেমরায় দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (০১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের ৫টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন- ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, ডেমরার ধার্মিকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ভলবো বাসে আগুনের ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর