নীলফামারীর সৈয়দপুরে জীবন( ৩২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার(৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম। এর আগে মঙ্গলবার রাতে শহরের ভাটিখানা শুরকি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জীবন কামারপুকুর বাকশাপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায় ,গ্রেফতারকৃত জীবন জয়পুরহাটের আদালত থেকে একটি মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়।দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ আলম বলেন, সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।