ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ১৫ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-04-27 19:30:29

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দুই হাজার ১২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। ফলে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪ জনেই রইল। 

শনিবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ১০ জন আর বাকিরা ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ ও ৯ জন নারী। এ সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। আর চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৮৮ জন। 

এ সম্পর্কিত আরও খবর