বিষাক্ত পোল্ট্রি ফিড তৈরির দায়ে ২ জনের কারাদণ্ড

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:51:44

ট্যানারির বর্জ্য হতে মাছ ও পশুর খাদ্য উৎপাদনের দায়ে দুই জনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে হাজারীবাগ এমএস ইউনাইটেড টের্ডাসে অভিযান চালিয়ে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজার জহরুল ইসলাম ও কারিগর ফজলু হক।

অভিযান শেষে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর এএসপি মোহাম্মদ সাইফুল মালিক। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার এমএস ইউনাইটেড ট্রেডার্স ট্যানারির বর্জ্য দিয়ে বিষাক্ত ফিড তৈরি করে। বিকেলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট দুজনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রমণ আদালত। তাদের দু’জনকেই এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।’

এ সম্পর্কিত আরও খবর