চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-05-23 13:20:28

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় চারজনকে টিপছোরাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন ওরফে মাইকেল (৩৭), মো. তুষার (১৯) ও মো. রুবেল (২২)। এ সময় তাদের কাছ থেকে ৪টি টিপছোরা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, ডাকাতির প্রস্তুতির সময় চার জনকে ছোরাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর