বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পেয়েছে। এ কারণে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
শুক্রবার (২৪ মে) এক বার্তায় গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পেট্রোবাংলার গ্যাস উৎপাদন রিপোর্টে দেখা গেছে, গত ২২-২৩ মে ২৪ ঘণ্টায় ৩০৯৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এরমধ্যে দেশীয় কোম্পানির অধীনে থাকা ১৮ টি গ্যাস ফিল্ড থেকে উত্তোলন করা হয়েছে ৭৮৯ দশমিক ৩ মিলিয়ন, দেশের অভ্যন্তরে বিদেশি কোম্পানির অধীনে থাকা ৪টি গ্যাস ফিল্ড থেকে পাওয়া গেছে ১২২৯ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট। আর এফএসআরইউ ((ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট) এর মাধ্যমের এলএনজি আমদানি করে পাওয়া গেছে ১০৭৭ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটের কাছাকাছি।
সাগর উত্তাল হয়ে গেলে এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটে। যে কারনে সারাদেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে। সাগর শান্ত হলে আবার সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।