ঘূর্ণিঝড় রিমাল: লক্ষ্মীপুরে লোকজনকে সর্তক করে নৌ-পুলিশের মাইকিং

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2024-05-26 16:56:35

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’র ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর উপকূলীয় এলাকার লোকজনকে সর্তক করে মাইকিং করা হচ্ছে।

রোববার (২৬ মে) সকাল থেকে উপজেলার বড়খেরী এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করছে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ওই এলাকাটি বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হওয়ায় যে কোন ঝড়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বলেন, ঘূর্ণিঝড় 'রিমাল'র ক্ষতির হাত হতে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে মাইকিং করেছি। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তায় নৌ-পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘রিমাল'র প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে জেলার উপকূলীয় এলাকার মানুষসহ গবাদিপশু রক্ষায় লক্ষ্মীপুরে ১৮৯টি স্থায়ী ও অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

শনিবার (২৫ মে) রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান দুর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান।

সভায় জানানো হয়, দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ মেট্টিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

এ সম্পর্কিত আরও খবর