ঘূর্ণিঝড় রিমাল: আতঙ্কে দিন কাটছে হাতিয়াবাসীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-26 20:42:01

দেশজুড়ে চলছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চল গুলোতে আঘাত হানতে শুরু করেছে এটি। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলের নদনদীগুলো উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অফিস থেকে দেশের উপকূলীয় অঞ্চল গুলোতে ১০ নাম্বার সতর্ক সংকেত দেখানো হয়েছে।

হাতিয়া উপকূলীয় অঞ্চল হওয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এখানকার বসবাসরত সাধারণ মানুষ। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হাতিয়ার বিভিন্ন জায়গায় পানি ওঠে খুবই নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। প্রবল জোয়ারে হাতিয়ার অনেক এলাকা ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ায় প্রবল বেগে বাতাস বইছে। নদীর তীরবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাতিয়ায় শনিবার (২৫ মে) রাত থেকেই শুরু হয়েছে প্রবল বাতাস। রোববার (২৬ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। 

হাতিয়ার ৯নং বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের বাসিন্দা জিয়াউল হক ইমাম বার্তা২৪.কমের প্রতিবেদককে বলেন, রেডক্রিসেন্টের সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের নেতৃত্বে সাধারণ মানুষকে মাইকিং করে সাবধানে এবং নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে। বেড়িবাঁধ সংলগ্ন বসবাসরত মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে।


হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা উমানা বেগম বার্তা২৪.কমকে বলেন, বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বেড়িবাঁধে বসবাসরত মানুষের ঘরবাড়িতে পানি উঠে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১৩ -এ বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (২০.৭ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৩ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি রোববার (২৬ মে) বিকেলে ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩২৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশ উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম করতে পারে।

এতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

এ সম্পর্কিত আরও খবর