এখন পর্যন্ত দু’জনের মৃত্যুর কথা শুনেছি: ত্রাণ প্রতিমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-05-26 22:08:46

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেছেন, এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর কথা শুনেছি। তার মধ্যে একজন আমার এলাকার (পটুয়াখালীর)।

রোববার (২৬ মে) রাত সাড়ে নয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঘূর্নিঝড়ের আতঙ্ক কাটেনি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জোয়ার থাকলে জলোচ্ছ্বাস ও বাতাস বেশি হতে পারে। আমরা এখনো আতঙ্কের মধ্যে আছি। এখনো আতঙ্ক কাটে নাই।

তিনি বলেন, ৯ হাজার যে আশ্রয় কেন্দ্র আছে। তা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে৷ একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে৷

মুহিববুর রহমান বলেন, বন্যা পরবর্তী কী কী করা যায়, কোথাও কোনো সমস্যা থাকলে সেটা আমরা অভারকাম করবো।

ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর