চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মৃত্য

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-05-27 11:34:18

চট্টগ্রাম নগরীর বায়েজিদের জেডএ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়া ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল ৮টার দিকে চন্দ্রনগর বেলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় নোয়াখালীর জেলার বেগমগঞ্জের বাবুল মিয়ার ছেলে। তিনি বায়েজিদের তারা গেট কার্টুন ফ্যাক্টরিতে কর্মরত করতেন।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

তিনি বলেন, চন্দ্রনগর এলাকা সকাল ৮টার দিকে দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন মাদ্রাসার দেয়াল ধসে তার উপরে পড়ে এবং ঘটনাস্থলে ওই যুবক মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, আমরা খবর পেয়ে সকার ৯টায় একজনের মরদেহ উদ্ধার করেছি। পরে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর