চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2024-06-22 15:46:29

ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে ঈদের পর ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। 

শনিবার (২২ জুন) সকালে এ চিত্র দেখা যায়। 

পরিবারের চাহিদা মেটাতে ইলিশ কিনতে ঘাটে আসেন কাউছার আলম। তিনি বলেন, মাছের সরবরাহ বাড়লেও দাম আগের মতোই রয়ে গেছে। পরিবারের সবার ইচ্ছেপূরণ করতে ইলিশ কিনতে এসেছি।

এদিকে, বৃষ্টিপাত বেশি হওয়ায় সাগরের মাছ নদীতে উঠে এসেছে বলে জানান ব্যবসায়ীরা।

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে বর্তমানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ১৭০০ টাকা ও ১২শ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা দরে। দুই কেজির ওপরে ইলিশ প্রতি কেজি তিন হাজার টাকা বিক্রি হচ্ছে।


আড়তদার ইমাম হাসান বলছেন, ঈদের আগে মাছঘাটে সরবরাহ ছিল ৪০ থেকে ৫০ মণ। এখন প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে ৩০০ থেকে ৫০০ মণ। তবে বর্ষা মৌসুমে ধীরে ধীরে কাঙ্ক্ষিত ইলিশের আরও দেখা মিলবে বলে জানান তিনি।

আরেক ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, সাগরে এখন মাছ ধরা বন্ধ। আরেকদিকে এবার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তাই সাগর থেকে মাছ নদীতে উঠে আসতে শুরু করেছে। আরও কয়েকদিন মাছের সরবরাহ বাড়বে।

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেছেন, বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধি পেলে আরও বাড়বে ইলিশের দাম।

এ সম্পর্কিত আরও খবর