ছুটি শেষে ব্যস্ততা ফিরছে নগরীতে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-23 10:33:38

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে একে একে রাজধানীতে ফিরেছে কর্মব্যস্ত মানুষজন। আবারো পুরানো সেই রুটিন মেনে ছুটছে অফিসে। সকাল থেকেই নিত্যদিনের মানবব্যস্ত নগরীর রূপ ফিরে পেতে শুরু করেছে ঢাকা। 

রোববার (২৩ জুন) সকালে রাজধানীর পথে আবার মানুষ এবং যানবাহনের ভিড় বাড়তে দেখা যায়। কর্মমুখী মানুষ কাঁধে ব্যাগ নিয়ে ছুটে চলেছে অফিসের উদ্দেশ্যে। মহানগরী ফিরে যাচ্ছে স্বাভাবিক রুটিনে। 

গত ১৩ জুন থেকে পবিত্র ঈদ উপলক্ষে ছুটি শুরু হয়। স্থানভেদে বিভিন্ন কর্মস্থলে ছুটি চলছিল এতদিন। রোববার থেকে প্রায় সব জায়গায় আবার কাজ শুরু হয়েছে। এতদিন ফাঁকা ছিল রাজধানী। রাস্তাঘাটে ছিল না যানজট কিংবা অতিরিক্ত মানুষের ভিড়। পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরেছে সকলে। স্বাভাবিক রুটিনে ফিরে এসেছে জীবন। 

যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো গ্রীষ্মকালীন ছুটি চলছে। সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ঈদের সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছে। ২ জুলাই ছুটি শেষে শিক্ষার্থীরাও আগের রুটিনে ফিরবে। কলেজে ছুটি শেষ হবে ২৪ জুন।  

এ সম্পর্কিত আরও খবর