দেশব্যাপী পুলিশ সেবা সপ্তাহ'র বর্ণাঢ্য র‌্যালি

বিবিধ, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 22:01:47

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশ সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারাদেশে পুলিশ সেবা সপ্তাহের প্রথম দিনে সারাদেশ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পুলিশের সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে এই পুলিশ সেবা সপ্তাহ চালু করা হয়। পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুলিশ সেবা সপ্তাহের প্রথম দিনেই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।

রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় উপজেলায় এই র‍্যালির বের করা হয়। জেলা শহরের কেন্দ্রবিন্দু থেকে র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে সেবা সপ্তাহের শুরু হয়।

বরিশাল, চট্টগ্রাম, খুলনা, যশোর, বাগেরহাটের, টাঙ্গাইলসহ সারাদেশে এই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশ কর্তৃক নানা কর্মসূচি পালন করা হবে। যেখানে পাসপোর্ট ভেরিফিকেশন, থানায় সাধারণ ডায়েরি, ট্রাফিক আইন ও মামলা সংক্রান্ত সেবা সহজ করাসহ মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা ও উপজেলা সদরে পুলিশের মহড়া দিবে।

এছাড়া রক্তদান কর্মসূচী, প্যানা টানানো, লিফলেট বিতরণ ও মাইকিংসহ নানা প্রচারণা চালানো হবে।

এ সম্পর্কিত আরও খবর