ফেনীতে এইচএসসিতে পরীক্ষার্থী বাড়লেও কমেছে আলিমে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-06-30 10:10:48

রোববার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় ফেনীতে ২২টি কেন্দ্রে সর্বমোট ১৩ হাজার ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । যার মধ্যে এইচএসসি ও ভোকেশনালে ১১ হাজার ২৬৯ জন এবং আলিমে ১ হাজার ৯১০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেলাপ্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা এসব তথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালের পরিসংখ্যান বিবেচনায় ফেনীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী বাড়লেও কমেছে আলিমে। ২০২৩ সালে এইচএসসি ও ভোকেশনাল এবং আলিমে সর্বমোট ১২ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে এইচএসসিতে ছিল ১০ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী। বিপরীতে এবার অংশ নিচ্ছে ১১ হাজার ২৬৯ জন। অন্যদিকে গত বছর আলিমে ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ১ হাজার ৯১০ জন।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, ২০২৪ সালের মোট পরীক্ষার্থীর মধ্যে ফেনীর সদর উপজেলায় এইচএসসি ও ভোকেশনালের পরীক্ষার্থী ৫ হাজার ৭৪৬ জন ও আলিমে ৬৬৪ জন। পরশুরাম উপজেলায় এইচএসসিতে ৬৮৯ জন, আলিমে ১৩০ জন। ফুলগাজী উপজেলায় এইচএসসি ও ভোকেশনালে ৮৯৩ জন, আলিমে ১০৮ জন। ছাগলনাইয়া উপজেলায় এইচএসসিতে ১ হাজার ১৫২ জন, আলিমে ৪২৫ জন। সোনাগাজী উপজেলায় এইচএসসিতে ১ হাজার ১৬৮ জন, আলিমে ২৯৫ জন। দাগনভুঞা উপজেলায় এইচএসসিতে ও ভোকেশনালে ১ হাজার ৬৩৯ এবং আলিমে ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

২২টি কেন্দ্রের মধ্যে ১৫টি এইচএসসি ও ভোকেশনালের এবং ৭টি আলিমের। যার মধ্যে ফেনী সদর উপজেলায় এইচএসসি কেন্দ্র ৬টি, আলিমের ১টি সোনাগাজীতে এইচএসসি ২টি, আলিম ১টি, ফুলগাজীতে এইচএসসি ৩টি, আলিম ১টি, পরশুরামে এইচএসসিতে ১টি, আলিমে ১টি, ছাগলনাইয়াতে এইচএসসিতে ১টি, আলিমে ১টি এবং দাগনভুঞাতে এইচএসসিতে ২টি, আলিমে ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। রোববার (৩০ জুন) বাংলা ১ম পত্র (আবশ্যিক) এর মাধ্যমে শুরু হওয়া পরীক্ষা আগামী ১১ আগস্ট শেষ হবে।

পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু শিক্ষার্থী সময় কম পাওয়ায় প্রস্তুতিতে ঘাটতি থাকার কথা বললেও অধিকাংশ বলছেন প্রস্তুতি ভালো রয়েছে। ফেনী কলেজের শিক্ষার্থী ফারজানা আহমেদ অহনা বলেন, আরেকটু বেশী সময় পেলে প্রস্তুতি আরও ভালো হতো তবে পুনর্বিন্যাসকৃত সিলেবাস হওয়ায় শেষ করতে পেরেছি।

মেহেদী হাসান নামে আরেকজন শিক্ষার্থী বলেন, যে প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ। সব ঠিক থাকলে আশা করি ভালো পরীক্ষা হবে।

পরীক্ষার বিষয়ে ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন, পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ফেনী কলেজে সদর উপজেলার ২টি কলেজ ব্যতীত সকল কলেজের পরীক্ষার্থীরা অংশ নেবে। পরীক্ষা চলাকালীন কলেজ এরিয়াতে ১৪৪ ধারা জারি থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা কেন্দ্রে নিয়োজিত থাকবে।

জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ বলেন, পরীক্ষা সুন্দরভাবে নেয়ার জন্য ইতিমধ্যে জেলাপ্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি উপজেলায় একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং প্রতি কেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলাপ্রশাসক। এছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ ও মেডিকেল টিম সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর