সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থীকে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে দেখা যায়।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে বেলা সাড়ে ১০টায় অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ' - এর ব্যানারে আয়োজিত ছাত্রসমাবেশে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে", "মেধা না কোটা? মেধা- মেধা", "মেধাবীদের কান্না, আর না-আর না, কোটার বিরুদ্ধে -লড়ায় হবে একসাথে, মুক্তিযুদ্ধের চেতনা- কোটা প্রথা মানে না, আঠারোর হাতিয়ার - গর্জে উঠুল আরেকবার প্রভৃতি নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
আন্দোলনরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউনুছ মিয়া জানান, চিরতরে কোটা প্রথার অবসান চাই। আমরা বৈষম্যের অবসান চাই। ছাত্রদের কাজ কয়েকদিন পরপর আন্দোলন করা নয়। বিশ্বে কোথাও ছাত্রদের এমন অধিকারের আন্দোলন করতে হয় না। এসব বৈষম্যের অবসান করে ছাত্রদের পড়াশোনার পরিবেশ সৃষ্টি করা হোক।