দাবি আদায় না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলনের হুশিয়ারি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-08 15:59:31

সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে বাংলা ব্লকেডের সম্বনয়ক ঢাবি শিক্ষার্থী সারজিস আলম।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মসূচির আগে তিনি এই কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের সম্বয়ক সারজিস আলম বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মেনে না নিলে অ্যান্দোলনের তীব্রতা বাড়বে।

কর্মসূচির সময় দিন দিন বাড়ছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন আমাদের বাংলা ব্লকেডের সময় বাড়ছে। গতকাল আমরা চারটি পয়েন্টে অবস্থান নিলে আজকে আমরা ১০টি পয়েন্টে অবস্থান নেব। সেই কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। গতকাল রাত ৮টা পর্যন্ত চললেও আজকে সেটা রাত ৯টা পর্যন্ত হবে।

আন্দোলনের সম্বনয়ক বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে জড়ো হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্য আমরা শাহবাগে অবস্থান নেব। এর পাশাপাশি রাজধানীর আরও ১০টি পয়েন্টে আমাদের শিক্ষার্থীরা অবস্থান নেবে।

এদিকে বাংলা ব্লকেড কর্মসূচি সফল করার লক্ষ্য দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়। সেই সাথে কোটা বাতিলের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর