কাজের গতি ফিরেছে বগুড়া জেলা পুলিশে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫ আগস্টের পর ঝিমিয়ে পড়া পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে বগুড়া জেলা পুলিশে। প্রতিনিয়ত মাদক উদ্ধার ছাড়াও গ্রেফতার হয়েছে প্রায় তিনশত অপরাধী।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা রবিবার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পুলিশের সব ধরনের কার্যক্রমে গতি বাড়ানোর তাগিদ দেয়া হচ্ছে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও গ্রেফতারী পরোয়ানার উপর জোর দেয়া হচ্ছে।

গত এক সপ্তাহে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭০ বোতল ফেনসিডিল, সাড়ে ১৩ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ১টি চাইনিজ রাইফেল ও ৫টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গত এক সপ্তাহে ১১ টি সাজা ওয়ারেন্ট ও ২২৯ টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

পুলিশ সুপার বলেন,পুলিশের এ কার্যক্রমে চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামিসহ অপরাধীদের গ্রেফতারের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।