ছবিতে ‘বাংলা ব্লকেড‘

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-08 22:20:53

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কোটাবিরোধী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) সাড়ে তিনটা থেকে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা। এ সময় আন্দোলকারীরা শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এছাড়াও নীলক্ষেত, সইন্সল্যাবসহ রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবিতে দ্বিতীয় দিনের বাংলা ব্লকেড কর্মসূচি তুলে ধরা হলো। ছবি তুলেছেন বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্টগণ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে মিছিল যাত্রা শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শাহবাগ মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ছবি- বার্তা২৪.কম

পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে যোগ দেয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। ছবি- বার্তা২৪.কম

যানবাহন চলাচল বন্ধ করে রাস্তায় বসে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি- বার্তা২৪.কম

বাংলা ব্লকেড চলাকালে কোটা সংস্কারের এক দফা দাবিতে বক্তব্য দিচ্ছেন এক শিক্ষার্থী। ছবি- বার্তা২৪.কম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ চলাকালে কাওরানবাজার মোড়ের দৃশ্য। ছবি- বার্তা২৪.কম


কৃষক বেশে আন্দোলনে শামিল হলেন কয়েকজন শিক্ষার্থী। ছবি- বর্তা২৪.কম

আন্দোলন চলাকালে মেট্রোরেলের কাওরান বাজার স্টেশনের গেইট বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। ছবি- বার্তা২৪.কম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাওরান বাজার মোড়ে মাগরিবের নামাজ আদায় করার দৃশ্য । ছবি - বার্তা২৪.কম

যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। ছবি- বার্তা২৪.কম

মিছিল নিয়ে আন্দোলনে শামিল হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি- বার্তা২৪.কম

‘দফা এক, দাবি এক, কোটা বৈষম্য নিপাত যাক’ এভাবেই যানবাহন বন্ধ করে সড়কে লিখছিলেন আন্দোলনকারীরা। ছবি- বার্তা২৪.কম 

তেজগাঁও রেল লাইন বন্ধ করেন আন্দোলনকারীরা। ছবি- বার্তা২৪.কম

জাল দিয়ে একটি পার্শ্ব সড়ক বন্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি- বার্তা২৪.কম

এ সম্পর্কিত আরও খবর