পাকুন্দিয়ায় নদীতে নিখোঁজের ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি স্কুল শিক্ষার্থী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ | 2024-07-13 23:54:36

পানিতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর ১৫ ঘণ্টায়ও খোঁজ মেলেনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইয়াসিন নামে স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়।

শনিবার (১৩ জুলাই) সকালে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা পশ্চিমপাড়া ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। রাত ১০ পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দল। রাত হওয়ায় অভিযান সমাপ্ত হয়েছে৷ রোববার সকালে আবারো তল্লাশি চলবে বলে পাকুন্দিয়া থানার ওসি জানান।

নিখোঁজ শিক্ষার্থী ইয়াসিন উপজেলার চরকাওনা বেলতলী দারোগাবাড়ির অ্যাংরাজ উদ্দিনের ছেলে। সে জাঙালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে পাশের গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন ইয়াসিন। এ সময় পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন ইয়াসিন। গোসল করতে নামা অন্য বন্ধুসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার খোঁজ পায়নি। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে রাত ৯টা পর্যন্ত ইয়াসিন উদ্ধার হয়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ডুবুরি দলও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। আগামীকাল সকালে আবার অভিযান চালানো হবে।

এ সম্পর্কিত আরও খবর