চার দিনের সফরে ঢাকায় থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-07-14 00:15:55

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) ড. নলিনী তাভিসিন চার‌ দি‌নের সফ‌রে ঢাকায় এ‌সে‌ছেন।

শ‌নিবার (১৩ জুলাই) ঢাকায় আসেন থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নলিনী তাভিসিনের নেতৃ‌ত্বে থাই বাণিজ্য প্রতিনিধি এবং একটি থাই ব্যবসায়িক প্রতিনিধিদল চার দিনের সরকারি সফরে আজ ঢাকায় এসেছে।

বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রাহাত বিন জামান।

এ সম্পর্কিত আরও খবর