সরকারিতে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন সময়ে ১৫ বারেরও বেশি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
সোমবার (১৫ জুলাই) পৌনে ছয়টা থেকে এ সংঘর্ষ শুরু হয়েছে এখনো চলছে।
এ সময় দেখা যায়, ঢাকা মেডিকেলের আমতলা প্রাঙ্গন থেকে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে তা শহিদুল্লাহ হলের সামনে চলে যায়। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে। তবে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলতে থাকা এই সংঘর্ষে কোনো পুলিশকে দেখা যায়নি।
এ সময় ১৫ বারেরও বেশি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেলে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।
দফায় দফায় সংঘর্ষ চলায় ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে বিপুল পরিমাণ আনসার সদস্যদের নিয়োগ করা হয়।