সিলেটে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধীকে গণধোলাই, আদালতে মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-07-15 20:05:13

সিলেটের গোলাপগঞ্জে আব্দুল মজিদ নামের বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে গণধোলাইয়ের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মজিদের মা চানতেরা বিবি।

মামলায় আসামিরা হলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই ও ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে দারা খান (৩৫) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলার সদস্য ভাদেশ্বর পশ্চিমভাগের বাসিন্দা সহির উদ্দিন (৪৫)। এছাড়া মামলায় অন্তত ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

জানা যায়, গত ৮ জুলাই রোববার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের ইছুব আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গোলাপগঞ্জ থানায় আসলে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। যা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ব্যপক ভাবে প্রচার হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আলোচিত মামলাটি আদালত গুরুত্বের সাথে গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর