হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান, প্রভোস্টকে দালাল বললেন শিক্ষার্থীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-15 20:06:16

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক জাবেদ ইসলাম পাটোয়ারী শিক্ষার্থীদের হলে ফেরার অনুরোধ করেছেন। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা দালাল দালাল বলে স্লোগান দিতে থাকেন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কয়েক দফা সংঘর্ষ শেষে হলে ফিরতে শিক্ষার্থীদের অনুরোধ করেন হল প্রভোস্ট।

এর আগে, শহীদুল্লাহ হলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। এসময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

এক পর্যায়ে পুলিশ এসে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেয় । পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও হল প্রভোস্ট এসে শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলে। শিক্ষার্থীরা হল প্রভোস্টের অনুরোধ প্রত্যাখ্যান করে দালাল দালাল বলে স্লোগান দিতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর