জীবন বাঁচতে শহীদুল্লাহ হলের দোতলা থেকে লাফিয়ে ঢামেকে ছাত্রলীগ নেতা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-15 21:59:19

কোটা আন্দোলন নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুরের পর থেকে ক্যম্পাসে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

এই ঘটনার মধ্যে হলে প্রবেশ করলে শহীদুল্লাহ হলের ছাত্রলীগ নেতার উপর আক্রমণের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে হলের দ্বিতীয় তালা থেকে লাফিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন হল ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহাদী কাব্য।

সোমবার (১৫ জুলাই) সন্ধায় এ ঘটনা ঘটে বলে জানান তার সাথে ঢামেকে অবস্থানরত এক সহপাঠী।

মাহাদী কাব্যর উদ্ধারকারী সহপাঠী বার্তা ২৪.কমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে মাহাদী কাব্য তার হলে (ড.মুহম্মদ শহীদুল্লাহ) প্রবেশ করে। এসময় কোটা আন্দোলনকারীরা ও ছাত্রদলের কর্মীরা তার উপর আক্রমণ করে। জীবন বাঁচতে সে হলের দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে। এ ঘটনায় তার হাত-পাসহ দেহের বিভিন্ন অংশে আঘাত পায় ও ক্ষতিগ্রস্ত হয়। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগ চিকিৎসা করাই। এখন তাকে ওয়ার্ডে দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর