ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে স্থায়ীভাবে সব ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) ভোরে হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো—
ক. শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে স্থায়ীভাবে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো।
খ. কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না।
গ. শিক্ষার্থী কোনো প্রকার ক্ষতির (শারীরিক ও মৌখিক) সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘ. প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বণ্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঙ. হলের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বুধবার ভোর থেকে হলটিতে বেশ কয়েকদফা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হলে শিক্ষার্থীদের কক্ষ ভাংচুরের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে হলে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দিল প্রশাসন।