ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-07-17 23:57:44

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই আব্দুর রশিদের (৫৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (বড়ইকান্দি) গ্রামের মৃত তমিজ উদ্দিনের বড় ছেলে আব্দুর রশিদ (৫৫) এর সাথে ছোট ভাই আব্দুল হেকিম (৪৫) এর পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই মাঝে বুধবার বিকেলে বাড়ির পাশেই বড় ভাই আব্দুর রশিদের পাটক্ষেতে ছোট ভাই আব্দুল হেকিমের দুটি গরুর বাছুর গিয়ে পাটগাছ গুলো খেতে থাকে। এসময় পাটক্ষেত থেকে সেই বাছুর দুটিকে ধরে বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে বড় ভাই আব্দুর রশিদ। কিছুক্ষণ পর বাছুর দুটি নিয়ে যেতে খবর দেয় ছোট ভাই আব্দুল হেকিমের কাছে। খবর পেয়ে আব্দুল হেকিম উত্তেজিত হয়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই আব্দুর রশিদের পেটে কুপ দেয়। এতে বড় ভাই আব্দুর রশিদ গুরুতর আহত হলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতের ছেলে মুরাদ মিয়া বলেন, আমার বাবা তো চাচার সাথে কোন প্রকার খারাপ কিছু করে নাই। গরুগুলো আমাদের পাটক্ষেতে গিয়ে পাটগাছ গুলো খেয়ে ফেলে। এসময় আমার বাবা গরুগুলো ধরে নিয়ে এসে চাচাকে খবর দেয় নিয়ে যেতে। এতেই আমার চাচা রাগান্বিত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। আমরা এর কঠিন বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর