সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দিনব্যাপী রাজধানীসহ সারাদেশে চলছে ব্যাপক সংঘর্ষের ঘটনা।
সকাল থেকে কয়েক দফা সংঘর্ষ শেষে ফের উত্তেজনা বেড়েছে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মিরপুর-১০ নম্বরে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ার শেল বিষ্ফোরণের ঘটনা। একই সঙ্গে ৩ জন আহতের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর আবারও উত্তপ্ত হয়ে যায় সংঘর্ষের ঘটনায়।
এসময়, মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। পুলিশকে স্টেডিয়াম রোডে অবস্থান নিতে দেখা যায়।