চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ ইমাদ বলে জানা গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া কলেজের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তুহিন শুভ্র দাশ দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আহত অবস্থায় আরও ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রামের বহদ্দারহাটে বেলা ১টা থেকে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীরা চান্দগাঁও থানায় হামলার চেষ্টা চালান। পাশাপাশি বহদ্দারহাট পুলিশ ফাঁড়িও ভাঙচুর করেন। দিনভর চলতে থাকা দফায় দফায় সংঘর্ষে নিহত ও আহতের ঘটনা ঘটল।