ইন্টারনেটবিহীন ৬ দিন যেমন ছিল ফেনী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-07-25 15:56:01

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এখনো বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা কার্যক্রম। বিগত ৬ দিনে ‘কমপ্লিট শাটডাউন’, কারফিউ ও নির্বাহী আদেশে সাধারণ ছুটিসহ নানা ঘটনায় সরব ছিল ফেনীর জনপদ।

এদিকে, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সারাদেশের মতো ফেনীতেও প্রভাব পড়ে দৈনন্দিন কর্ম ব্যস্ততায়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস। কারফিউকালীন ফাঁকা হয়ে যায় ফেনী শহর।
প্রয়োজন ছাড়া বের হননি সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়ে জনজীবন। এর মধ্যে থেমে থেমে চলছিল আন্দোলন। পুলিশের সঙ্গে হয় সংঘর্ষ। আন্দোলন, সংঘর্ষ, নাশকতার মামলায় গ্রেফতার অভিযানসহ ঘটে নানা ঘটনা।

কেমন ছিল গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ফেনীর চিত্র। তা থাকছে এ প্রতিবেদনে-

শুক্রবার (১৯ জুলাই)- দুপুর ২টার দিকে শহরের বড় মসজিদ এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের মুখোমুখি অবস্থান নেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তারা সড়ক থেকে সরে যান। এদিন বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বড় মসজিদ এলাকায় গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

শনিবার (২০ জুলাই)- এদিন বিকেলের দিকে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশকে উদ্দেশ করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

এর আগে সকালে আইনশৃঙ্খলার বিশেষ সভার আয়োজন করেন জেলা প্রশাসক। সভা শেষে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুছাম্মৎ শাহীনা আক্তার।

রোববার (২১ জুলাই)- এদিন কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে শোক জানায় ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে শহরের তাকিয়া রোডে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে একটি মিছিল করা হয়। এ সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এদিন রাতে শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াসকে আটক করে পুলিশ।

সোমবার (২২ জুলাই)- সরকার ঘোষিত কারফিউতে ফাঁকা ছিল গোটা শহর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বন্ধ হয়ে যায় যান চলাচল। ফেনী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে জেলার বিভিন্ন উপজেলাগামী সড়কগুলোতে কিছু ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, কারফিউ এবং সাধারণ ছুটি থাকায় ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হননি সাধারণ মানুষ। সন্ধ্যার আগে কিছু মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খুললেও সন্ধ্যার পর ফার্মেসি ও প্রয়োজনীয় দোকান ব্যতীত সবকিছু বন্ধ হয়ে যায়।

যেমন ছিল বিগত ৬ দিন ফেনী শহর, ছবি- বার্তা২৪.কম


এদিন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি থাকলেও আন্দোলনকারীদের মাঠে দেখা যায়নি। সন্ধ্যার দিকে শহরের ট্রাংক রোড এলাকা থেকে সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই)- কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশের মতো ফেনীতেও বন্ধ ছিল ইন্টারনেট সেবা। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন পর্যায়ের সেবাপ্রার্থীরা।

সরেজমিন দেখা যায়, ইন্টারনেট বন্ধ থাকায় শহরের এটিএম বুথ, মোবাইল ব্যাংকিংসহ সংশ্লিষ্ট সেবা গ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পারায় শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে মানুষজনের দীর্ঘ লাইন দেখা গেছে।

বুধবার (২৪ জুলাই)- এদিন জেলা প্রশাসকের সিদ্ধান্তে জেলায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। কয়েকদিনের স্থবিরতার পর দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। অন্যান্য দিনের তুলনায় বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষজনের উপস্থিতিও বাড়তে থাকে।

ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরে আসায় স্বস্তি ফেরে মানুষের মাঝে, ছবি- সংগৃহীত


এদিন দুপুরে শহরের বড় বাজার ও পৌর হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় বাজারে পণ্য সামগ্রীর জোগান বাড়ে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপস্থিতিও বাড়ে এদিন। এছাড়া নিত্যপণ্যের বাজারদরও অন্য দিনের তুলনায় কম রাখা হয়। তবে কারফিউ শিথিলের সময়সীমা শেষ হওয়ার পর থেকে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কমতে দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা যায়। বিগত ৩ দিনে নাশকতার দুই মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুলাই)- এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা অব্দি কারফিউ শিথিলের ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাভাবিকভাবে চলছে দিনের কার্যক্রম। সকালে অফিসগামী মানুষদের ভিড় লক্ষ করা যায় শহরে। শহরে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

বাসাবাড়িতে ইন্টারনেট সেবা কার্যক্রম চালু হওয়াতে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে। তবে স্কুলগামী ও কলেজগামী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সবকিছু বন্ধ থাকাতে হতাশার মধ্যে আছেন তারা।

পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও খবর