নিহতদের স্মরণে মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-25 19:04:10

কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আগামী রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে সরকারি একাধিক সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

বলা হয়েছে, 'কমপ্লিট শাটডাউন' আন্দোলন চলাকালীন সময়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর