টানা দ্বিতীয়বারের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে শপথ নিলেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বুধবার (৩০ জানুয়ারি) বিকাল সোয়া চারটায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে একাদশ সংসদ প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়। হুইপ আতিউর রহমান আতিক ডেপুটি স্পিকার হিসেবে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম।
পরে স্পিকার নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকার হিসেবে ফজলে রাব্বী মিয়ার নাম সংসদে কণ্ঠভোটে দেন। সেই প্রস্তাব সবর্সম্মতভাবে গৃহীত হয়। ফজলে রাব্বি মিয়া দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন।
এরপর সংসদে নিজ কার্যালয়ে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।