সরকারি-বেসরকারি অফিসে পালিত হচ্ছে শোক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-07-30 12:55:01

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের সব সরকারি-বেসরকারি অফিসে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে সরকারি অফিস শুরু হওয়ার পর থেকে কর্মকর্তা-কর্মচারীরা সবাই কালো ব্যাজ পড়ে অফিস করছেন।

সরেজমিন পাসপোর্ট গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সব কর্মকর্তা-কর্মবচারীরা কালো ব্যাজ লাগিয়ে অফিস করছেন।

পাসপোর্ট অফিসের মতো আগারগাঁও নির্বাচন ভবনের সব কর্মকর্তা-কর্মচারীরাও কালো ব্যাজ পড়ে অফিস করছেন।

এরআগে, সোমবার (২৯ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর নির্দেশে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। এসময় সব অফিসে কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করবে। সেইসঙ্গে দেশের সব মসজিদে দোয়ার ব্যবস্থা থাকবে। একইসঙ্গে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর