হবিগঞ্জ শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুর ১ টার দিকে শহরের টাউন হল এলাকায় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’কর্মসূচি পালনে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ি সকাল ১১টার থেকে শহরের টাউন হল এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ১টা বাজার আগেই সেখানে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হন।
এ সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। হাজার হাজার শিক্ষার্থীর শ্লোগানে পুরো এলাকায় উত্তাল হয়ে ওঠে।
শিক্ষার্থীরা বলছেন, তাদের ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এছাড়া যেসব শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। এমনকি কোন এইচএসসি পরিক্ষার্থীকে জেলে রেখে তারা পরিক্ষায় বসবেন না বলেও ঘোষণা দেন।