সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিক্ষোভ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-02 14:26:53

জুমার নামাজের পর বায়তুল মামুর জামে মসজিদ থেকে বেলা ১টা ৫০ মিনিটের দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন সড়কে চক্কর দেয়।

কখনও ঢাকা কলেজের দিকে কখনও নিউ এলিফ্যান্ট রোডের দিকে অগ্রসর হয়। সোয়া ২টায় আবার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে যাচ্ছে।


আগে থেকেই পুলিশ মিরপুর সড়কে কঠোর অবস্থানে ছিল, বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি রায়টকার, প্রিজনভ্যানের উপস্থিতি ছিল। পুলিশের সামনে এসে ভুয়া ভুয়া শ্লোগান দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরব থাকতে দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর