বরিশালে পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বরিশাল জেলার গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ডে শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)। এ ঘটনায় নিহত আলেক হাওলাদারের স্ত্রী গুরুতর আহত হয়েছে।
তুমুল বৃষ্টির কারণে গাড়ির চালক ঠিকভাবে দেখতে না পারায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী মো. হাবিবুর রহমান জানান, বিপরীত দিক থেকে একটি ছোট পিকআপ আসছিল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের মানুষটিও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই গাড়ি দুটি বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সকলে ছুটে গিয়ে ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রিপন শীল বলেন, প্রচণ্ড বৃষ্টিতে আমার দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য খুব ভোরেই স্ট্যান্ডে আসি। এসময়ে বরিশালের দিক থেকে মাদারীপুরের দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল।
মুখোমুখি সড়ক দূর্ঘনার বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। অবস্থার অবনতি হলে শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানা এস আই মো. কামরুজ্জামান বলেন, ঢাকা থেকে বাসা ছেড়ে দেয়া একটি পরিবারের মালামাল নিয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় যাচ্ছিল পিকআপটি। সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মালামাল নিয়ে যাওয়া আলেক হাওলাদার নিহত হন। এ ঘটনায় আলেক হাওলাদারের স্ত্রী আসমা বেগম আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনটি আটক করে থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।