মেঘনা নদী‌তে ট্রলার ডুবি: ৮ জে‌লে নি‌খোঁজ, জীবিত উদ্ধার ৫

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-03 07:34:46

মেঘনা নদী‌র ভোলা অংশে এক‌টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। এতে আটজন জেলে নিখোঁজ রয়েছেন। জী‌বিত উদ্ধার হয়েছে পাঁচ জেলেকে।

শুক্রবার (০২ আগস্ট) রা‌তে ‌ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের শিবচর নামক এলাকার মেঘনা নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

চরফ‌্যাশন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মারুফ হো‌সেন মিনার রাতেই এ তথ‌্য নি‌শ্চিত করেন। 

নি‌খোঁজ জে‌লেরা হ‌লেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), হোসেন মাঝি ( ৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার পাঁচ জেলে হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।

উদ্ধার হওয়া ও নিখোঁজ জে‌লে‌দের সবার বা‌ড়ি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার আহ‌ম্মেদপুর ইউনিয়‌নের সুকনা খাল এলাকায় ব‌লে জানা গে‌ছে।

মৎস‌্য কর্মকর্তা মারুফ হো‌সেন মিনার জানান, শুক্রবার সকা‌লে স্থানীয় রু‌বেল চৌ‌কিদা‌রের ট্রলার নি‌য়ে দুলাল মা‌ঝির নেতৃ‌ত্বে ১৩ জন জে‌লে মেঘনা নদী‌তে মাছ ধরতে যান। রা‌তে নদীর স্রো‌তের মু‌খে প‌রে ট্রলার‌টি ডু‌বে যায়। এসময় চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে এসে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এখনো আটজন জেলে নিখোঁজ রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর