৯ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে লক্ষ্মীপুরে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে।
শনিবার (৩ আগস্ট) চৌমুহনী-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ঝুমুর ইলিশ চত্বরে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভে লক্ষ্মীপুরের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি হাতে অংশগ্রহণ করে।
এসময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল।
লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এসময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।