রংপুরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ, শিক্ষার্থী-জনতার ঢল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-08-03 13:50:29

রংপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ করতে দেখা গেছে। বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেন তারা। পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাসহ সব হত্যার প্রতিবাদে নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় এই বিক্ষোভ শুরু হয়। পরে দুপুর ১২টা দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রেসক্লাব থেকে বড় এক মিছিল নিয়ে জেলা স্কুলের দিকে যায়।

প্রেসক্লাবের সামনে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসে স্লোগান দিচ্ছেন। এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বিক্ষোভে ফিরোজা আখতার নামের শিক্ষার্থী প্রশ্ন করে বলেন, পুলিশ আমাদের গুলি করতে পারে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের বুকে ছুড়ছে। মানুষকে পাখির মতো গুলি করে মারছে প্রকাশ্যে। সারা পৃথিবী তা দেখছে। কিন্তু পুলিশ উল্টো মিথ্যে মামলা করছে।

মিটুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, কেউ জিজ্ঞেস করলে গর্ব করে বলতাম পুলিশ হবো। সেই স্বপ্ন এখন ঘৃণায় পরিণত হয়েছে। আজ ঝড়বৃষ্টি মাথায় নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমার ভাইদের হত্যার বিচার চাইতে।

আঞ্জুমান আরা বেগম নামের এক অভিভাবক বলেন, শনিবার সকাল থেকে মেয়ে আন্দোলনে আসার জন্য ব্যস্ত। তাই দাবি আদায়ে মেয়ের সঙ্গে আমিও এসেছি।

এ সম্পর্কিত আরও খবর