রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে ঝিগাতলা পর্যন্ত মিছিল করেছে যুব মহিলা লীগ।
শনিবার (৩ আগস্ট) ১টার দিকে যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে এ মিছিলটি হয়।
এদিন সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে কার্যালয়ের সামনের সড়কে বের হন তারা। এরপর মিছিলটি ঝিগাতলার মূল সড়কে বেশ কয়েকবার ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।