কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছে। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার সময় ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। দুপুর দেড়টার সময় অন্তত তিন হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে এই বিক্ষোভ সমাবেশে।
দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুরের পরে শিক্ষার্থীদের এই মিছিল জাতীয় শহীদ মিনারের অভিমুখে যাওয়ার কথা রয়েছে।