কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার গণহত্যা ও গণগ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়ক হয়ে সংঙ্গীতা মোড় অভিমুখে গিয়ে আবার ফিরে খুলনা রোড মোড়ে অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে তাদের ৯ দফা আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সেখনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাই বোনদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখনো কানে বাজে মুগ্ধের সেই শেষ মূহুর্তের কথা "কারোর পানি লাগবে কারোর পানি লাগবে"। কিভাবে তারা গুলি করলো। তাদের ও তো ছেলে মেয়ে আছে কিভাবে করলো তারা। কালকে আমার ভাইয়ের ও গুলি করে আহত করা হয়েছে। কাল খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আমার ভাইদের উপর গুলি করা হয়, টিয়ারসেল নিক্ষেপ করা হয়, কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়। আমরা শান্তি পূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু কেন এতো প্রাণ দিতে হলো। এতোই যদি প্রাণ নেওয়ার ইচ্ছে তাহলে আমাদের ও গুলি করেন।