নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2024-08-03 15:09:00

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) শহরের কাজীর মোড়, মুক্তির মোড় এলাকায় দুপুরে প্রায় ১ ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে স্লোগান দেয়।

এদিকে শিক্ষার্থীরা মিছিলে নানারকম স্লোগান দিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা করে অন্তত ৭ জন আহত হয়।

এ সম্পর্কিত আরও খবর