বগুড়ার সারিয়াকান্দিতে বরেন্দ্র প্রকল্পের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে চাঁদ মিয়ার ৩টি ও রামনগর এলাকা থেকে শহিদুল ইসলামের ৩টি ট্রান্সফরমার চুরি হয়।
জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জমিতে পানি সেচের জন্য গভীর টিউবওয়েল স্থাপন করে।
শুক্রবার দিবাগত রাতে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত নৈশ প্রহরী সাব্বির হোসেন ও বিটল মিয়াকে হাত-পা বেঁধে রেখে গভীর টিউবওয়েলের বৈদ্যুতিক খুঁটি থেকে ৬টি ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে ভেতরে থাকা তামার তার খুলে নিয়ে পালিয়ে যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।